Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

টিআরডিবি

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়

‘পল্লী ভবন’

হোসেনপুর, কিশোরগঞ্জ।

এ কার্যালয় থেকে আপনি যে সব সেবা ও সহযোগিতা পেতে পারেন।

 

০১।   প্রাথমিক সমিতি/দল (পুরুষ/মহিলা) গঠন, ঋণ পরামর্শ প্রদান ও এতদংক্রামত্ম যাবতীয় তথ্য এবং ফরম সরবরাহ।

০২।  সদস্যদের শেয়ার ও সঞ্চয় আমানত সংগ্রহের মাধ্যমে নিজস্ব পূঁজি গঠন।

০৩।  সমিতির সদস্যগণকে সহজ শর্তে কৃষি উৎপাদন ও কৃষি উপকরণের জন্য (সার, বীজ, কীটনাশক এবং সেচ যন্ত্রপাতি) ঋণ প্রদান। (আবর্তক ক্ষুদ্র ঋণ)

০৪। সমন্বিত দারিদ্র বিমোচন কর্মসূচী (সদাবিক), পল্লী প্রগতি প্রকল্প (পপ্রপ্র) আওতায় অনানুষ্ঠানিক দল গঠন এবং উৎপাদনমূখী ও আয় বৃদ্ধিমূলক কর্মকান্ডের জন্য ঋণ প্রদান।

০৫। আনুষ্ঠানিক সদস্যদের নিবন্ধনের পরপরই এবং আনানুষ্ঠানিক দল গঠনের ৮ (আট) সপ্তাহ পর সদস্যদের ঋণ প্রদান করা হয়।

০৬। সমবায়ীদের উৎপাদিত শস্যের বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি এবং ন্যাযমূল্য প্রাপ্তিতে সহায়তা।

০৭। নারীর ক্ষমতায় ও নারী নেতৃত্ব বিকাশে সচেতনতা বৃদ্ধি, নারী নির্যাতন রোধ ও যৌতুক প্রথা নিমূলে সচেতনতা সৃষ্টিতে সহায়তা।

০৮। সদস্যদের বয়স্ক শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা ইত্যাদি বিষয়ে পরামর্শ ও সেবা।

০৯। বৃক্ষরোপন ও স্যানিটেশন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি কল্পে পরামর্শ ও সহযোগিতা।

১০। অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নামমাত্র সেবা মূল্যের বিনিময়ে ঋণ প্রদান।

১১। গ্রামীণ দরিদ্র মানুষের আর্থ সামাজিক উন্নয়নে সহযোগিতা প্রদান এবং গ্রামীণ নেতৃত্বের বিকাশ ও দেশের অর্থনৈতিক উন্নয়নে দরিদ্র জনগোষ্ঠীকে সম্পৃক্তকরণ।

১২। এ অফিসের কোন কর্মকর্তা/কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ থাকলে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার নিকট উথাপন করা হলে তার প্রতিকার করা হবে।

১৩। উপজেলায় বসবাসরত যে কোন ব্যাক্তিকে সেবা সংক্রামত্ম তথ্য প্রদানে এ অফিস প্রতিশ্রুতি বদ্ধ।

১৪। ঋণ বাবদ মঞ্জুরীকৃত সমুদয় টাকা বুঝে নিন। সমুদয় টাকা বুঝে না পেয়ে ঋণ বিতরণের সনদপত্রে স্বাক্ষর করবেন না।

১৫। ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পে উপকারভোগীদের সঞ্চয় জমার বিপরীতে মাসে সমপরিমান (সরকারীভাবে মাসিক সর্বোচ্চ ২০০/-) উৎসাহ সঞ্চয় জমা দেওয়া হয়।